হাইড্রলিক হর্ণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনাসভা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ১০:৩৩:৪০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
‘আমরা হর্ণ বাজাই না’ হাইড্রলিক হর্ণ নিয়ন্ত্রণে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল ইন কন্সফারেন্স হলে যুব সমাজের আলো এর সহযোগীতায় এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিল পি ফোর ডি প্রজেক্টের ডিস্ট্রিক ফ্যাসিলেটর মিসেস আকলিমা চৌধুরী’র সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।