শমশেরনগরে ইয়াবাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৯, ১২:১০:৩৭ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম এর নেতৃত্বে শমশেরনগর বিমানবন্দর সড়ক থেকে ৯ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,রেজাউল ইসলাম ওরফে মামুন (২৫), সালেক মিয়া (২৮) ও জসিম উদ্দিন (২০)।
শমশেরনগর পুলিশ ফাড়ির এএসআই মো: শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে জেলহাজতে প্রেরণ করা হয়।