কানাইঘাট থানা পুলিশের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৯, ১২:১৯:১৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট থানা পুলিশ বন্যার্ত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের উদ্যোগে দুপুর ১২ টায় উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভাড়ারিমাটি ও চাপনগর গ্রামে শুকনো খাবার ও স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এসআই ইসমাইল হোসেন, এএসআই সুফিয়ান মিয়া, শফিকুল ইসলাম, বেলাল হোসেন। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ এলাকার বিত্তবানদের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।