এ প্লাসে এগিয়ে এমসি কলেজ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৯, ২:৪৪:৪৪ অপরাহ্ন
এ টি এম তুরাব ::
এইচএসসি ফলাফলে জিপিএ-৫ এগিয়ে রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ। এবার সিলেট শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। যার এক চতুর্থাংশই রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ শিক্ষার্থীদের দখলে। জিপিএ-৫ প্রাপ্তিতে শতবর্ষের প্রাচীন এই বিদ্যাপীঠটি এগিয়ে থাকলেও গতবারের তুলনায় এবার পাশের হার কমেছে। পুরো শিক্ষাবোর্ডের মধ্যে জিপিএ-৫ এক হাজার ৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে শুধু এমসি কলেজের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৫৮ টি। প্রতিষ্ঠানটির গতবারের চেয়ে পাসের হার একটু কমেছে। তবে এই রেজাল্টে খুশি শিক্ষক-শিক্ষিকারা। তারা এই রেজাল্টকে প্রতিষ্ঠানের ব্যর্থতা হিসেবে দেখছেন না। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফল ঘোষণার সঙ্গে সঙ্গে কলেজ ক্যাম্পাসে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। নেচে-গেয়ে শিক্ষকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছে মেধাবী শিক্ষার্থীরা।
জানা গেছে, এ বছর এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪শ’ ২১ জন পরীক্ষার্থী। পাশ করলেন ৪১৬ জন আর ফেল করলেন ৫ শিক্ষার্থী। গত বছর কলেজটির পাশের হার ছিল ৯৯.১৯ শতাংশ। তবে এ বছর দশমিক ৩৮ শতাংশ কমে ৯৮.৮১ শতাংশ হয়েছে।
ফলাফল সম্পর্কে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ দৈনিক জালালাবাদ বলেন, এবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে। সামনের বছর আমরা আরও ভালো করবো। আমাদের ছেলেমেয়েরা অনেক ভাল ফলাফল করেছে। ভবিষ্যতে এটি আরো ভাল হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।