কমার্স কলেজে শতভাগ পাস
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৯, ৯:১৯:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সফলতার হাসি সবাই হাসতে চায়। শিক্ষা জীবনে পরীক্ষার কাঙ্খিত ফলাফল অর্জনের উদযাপনে তাই সবাই উচ্ছ্বাস আর উল্লাসে হারিয়ে যেতে চায় অন্য জগতে। বুধবার তপ্ত দুপুরে ঠিক তেমনি হারিয়ে যাওয়ার উদযাপন করেছেন সিলেট কমার্স কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের ধারায় এবারও উদ্ভাসিত কমার্স কলেজ। ২০১৯ খ্রিস্টাব্দে ৭টি জিপিএ-৫ সহ ২শ ৩১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মুহিবুর রহমান ফাউন্ডেশনের এবং কমার্স কলেজের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান জানান, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার মোট ২শ ৪১ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যার মধ্যে জিপিএ-৫ পয়েছেন ৭ জন। মোট পাস করেছেন ২শ ৩১ জন। ৫জন শিক্ষার্থী প্রবাসে চলে যাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
জিপিএ-৫ প্রাপ্তরা হলেন সিদ্দিকুর রহমান, তানভীর খান, রামকৃষ্ণ পাল নিলয়, মোহাম্মদ আলী শান্ত, তান্নি দত্ত প্রিয়া, সরকার আহমেদ মাসুম, সালমা আক্তার পপি। বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পা রাখতে যাওয়া এসব শিক্ষার্থীরা জানায় বহু কষ্টে অর্জিত এই সাফল্য তাদের শিক্ষা জীবনে অনন্য ভূমিকা পালন করবে। তারা চায় জীবনের সকল ক্ষেত্রে সেরাটা অর্জন করে ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে। তারা সকলের দোয়া ও আশির্বাদ চায়।
সার্বিক ফলাফলে কলেজের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান জালালাবাদকে জানান, সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট। কমার্স কলেজ উন্নত মানের শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে কোয়ালিটি সম্পন্ন শিক্ষার্থী উপহার দিতে চায়। সফলতা অর্জনের পেছনে যারা শ্রম দিয়ে অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।