সরকারি মহিলা কলেজে পাশের হার ৯৮.১৩
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৯, ৯:২৪:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
গাছগাছালির ছায়াঘেরা মনোরম পরিবেশে নগরীর চৌহাট্টায় সেই ১৯৩৯ থেকে দাড়িয়ে আছে সিলেট সরকারি মহিলা কলেজ। শ্রাবণের তপ্ত দুপুরেও বুধবার এখানে বইছিলো ঝিরঝিরি হিমেল হাওয়ার শীতল পরশ। সারাদেশে এদিন একসাথে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। দুপুরে কলেজ অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি এইচএসসি’র ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার অংশ নিয়েছিলো ৭শ ৪৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১শ ১৯ জন। আর জিপিএ ফোর পেয়েছে ৩শ ৯৮ জন। তাদের পাশের হার ৯৮ দশমিক ১৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিলো ৩৮৯ জন শিক্ষার্থী এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১শ ৬ জন। অকৃতকার্য হয়েছে ৯ জন। মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিলো ৩শ ৫৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৩ জন। অকৃতকার্য হয়েছে ৯ জন।
সার্বিক ফলাফল নিয়ে অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি জানান, এবারের ফলাফলে কোয়ালিটির জয় হয়েছে। তিনি বলেন, এবারের ফলাফলে শিক্ষার্থীরা ইংরেজিতে কিছুটা খারাপ করেছে। এটা যথার্থ তত্ত্বাবধানের অভাবে হয়ে থাকতে পারে। তাছাড়া এখন শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত ক্লাস করার মানসিকতা কমে গিয়েছে। ক্লাস কম করলে তা পরীক্ষার রেজাল্টে প্রভাব ফেলে। তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে। শিক্ষকরা যদি এর সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের যুক্ত করতে পারেন তবে পড়ালেখার মান সামনের দিনে আরো উন্নত হবে।