শাহজালাল জামেয়ায় পাশের হার ৭৯.৬০
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৯, ৯:২৭:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিলা মাদরাসা সিলেটের মধ্যে এবারও ভালো অবস্থানে রয়েছে। এবারের আলিম পরীক্ষার ফলাফলে বিজ্ঞান ও মানবিক দুই শাখায় ২শ ২ জন অংশ নিয়ে ১শ ৬০জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১১ জন। এছাড়া এ গ্রেড পেয়েছেন ৬৩ জন, এ মাইনাস ৫৩ জন, বি ২৪ জন, সি ৯ জন। পাশের হার ৭৯.৬০ শতাংশ।
সারা দেশের ফলাফলের তুলনায় জামেয়ার সার্বিক ফলাফলে সন্তুষ্ট সিলেটের বৃহৎ এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা। তবে সাধারণ বিভাগে অকৃতকার্যের সংখ্যা অনেক বেশী হওয়াটা দুঃখজনক উল্লেখ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান বলেন, ২০১৭ এবং ২০১৮ সালের অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থীরাই আবার অকৃতকার্য হয়ে এ সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে। ২০১৯ সালের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অকৃতকার্যের সংখ্যা খুব কম জানিয়ে তিনি বলেন, জিপিএ-৫, এ গ্রেডসহ অন্যান্য গ্রেডে পাশের হার বেড়েছে। ভবিষ্যতে সোনালি অধ্যায় রচনায় জামেয়া আরো সচেতনভাবে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জিপিএ-৫ পেয়ে উচ্ছসিত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুমান আল হাদি সফলতার পেছনে শ্রম আর শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কথা জানিয়ে মহান আল্লাহর শুকরিয়া প্রকাশ করে। নুমান ভবিষ্যতে আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। তার বাবা ছিলেন এই জামেয়ার সাবেক শিক্ষক মরহুম সালিক আহমদ। সে বাবার মতো ভালো শিক্ষক হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে চায়।
ফলাফল বিশ্লেষণে জানা যায়, ২০১৮ সালে জিপিএ-৫ ছিল ৩ টি এবং ২০১৭ সালে ছিল ২ টি। সেই তুলনায় এবার জিপিএ-৫ পেয়েছে ১১জনস। এ গ্রেড প্রাপ্তির সংখ্যাও বেড়েছে এবার। এবার এ গ্রেড এসেছে ৬৩ টি। গত বছর ছিল ৪২ টি।
জিপিএ ৫ সাধারণ বিভাগে পেয়েছে ৪ জন, বিজ্ঞান বিভাগে পেয়েছে ৭ জন। ছাত্র ৮ জন, ছাত্রী ৩ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মাহমুদুর রহমান সাঈদ, মুফাসসির আহমদ চৌধুরী, নোমান আল হাদী, আব্দুল্লাহ আল মুহসিন, মো আশরাফ হুসাইন ফাত্তাহ, মো আতিকুর রহমান, মো সাইফুর রহমান, মো হিফজুর রহমান, নুসরাত জাহান নেহা, ফারহানা ফেরদৌসী জাকিয়া, তাহেরা আক্তার।