কমলগঞ্জে ভালো বাবা ক্যাম্পইন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১২:৪১:২৫ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলার আদমপুরস্থ তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভালো বাবা ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক জন বিগ্রেন মল্লিক। ইপি অফিসার জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো: মোনায়েম খান, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র সিংহ, বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ভালো বাবা আলী সরোয়ার ও শিক্ষার্থী মিথিলা ফারজানা প্রমুখ।