ছাতকে এমপি বরাবরে মহিলা ওয়ার্ড সদস্যার আবেদন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১২:৪৪:১৭ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকটি রাস্তা সংস্কার ও বন্যাদুর্গত মানুষের আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মহিলা সদস্য আফিয়া বেগম। বৃহস্পতিবার উপজেলা সমন্বয় সভায় এ আবেদন দেন তিনি।
আবেদনে উল্লেখ করা হয়, বন্যায় তার ওয়ার্ডের বিভিন্ন কাঁচা-পাকা রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়কগুলোর বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে, কোনা-কোন স্থানে গর্তের সৃষ্টি হয়ে চলাচল দুরহ হয়ে পড়েছে। কিছু-কিছু সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে এলাকার লোকজন ও স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এছাড়া ওয়ার্ডের বহু বন্যা দুর্গত মানুষ অসহায় জীবন-যাপন করছে। রাস্তাগুলোর মধ্যে শ্যামপাড়া থেকে কান্দিগাঁও, কাজীহাটা ব্রীজের মুখ হতে কনু মিয়ার বাড়ি, মুক্তিরগাঁও হতে কাকুরা নদীর পাড়, রাতগাঁও পয়েন্ট হতে মল্লিকপুর মডেল স্কুল ও কাজীহাটা সরকারী পুকুর হতে ফয়ছল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা উল্লেখ করা হয়েছে। এসব রাস্তা জরুরী ভিত্তিতে সংস্কার ও দুর্গত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।