কোদালিছড়ার উন্নয়নে জাইকার সহযোগিতা চায় মৌলভীবাজার পৌরসভা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১২:৪৭:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :
কোদালিছড়াকে মৌলভীবাজার শহরের প্রাণ বলা যায়। সাধারণ নাগরিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকলের সম্পৃক্ততায় শহরের পানি নিষ্কাশনের একমাত্র এই ছড়াটি প্রাথমিক পর্যায়ে সংস্কার করে মৌলভীবাজার পৌরসভা। এরপর থেকে পৌরসভা নিয়মিত কোদালিছড়া শহরাংশে পরিচ্ছন্ন ও সংস্কার কাজ করে যাচ্ছে। এখন প্রয়োজন কোদালিছড়ার দু’পাড় জুড়ে গার্ড-ওয়াল নির্মাণ, আর ওয়াকওয়ে এবং সৌন্দর্যবর্ধনের জন্য ফুল গাছ লাগানো। স্বপ্নের শহর গড়তে নাগরিকদের এই দাবি দীর্ঘদিনের। এতে সাড়া দিয়ে বৃহস্পতিবার পৌরসভা হলরুমে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহামনের সাথে বৈঠকে বসেন জাইকা প্রতিনিধি দল। এ সময় পৌরসভার ড্রেনেজ সিস্টেম এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বিদায়ী নির্বাহি প্রকৌশলী আবুল হোসেন, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, আয়াছ আহমদ, হাসানাত কামালসহ পৌর কর্মকর্তা, কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান কোদালিছড়ার উন্নয়নের প্রয়োজনীয়তা এবং নাগরিক হিসেবে শহরের ড্রেনেজ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পৌরসভায় বৈঠক শেষে জাইকা প্রতিনিধি দল প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কোদালিছড়া পরিদর্শন করেন। পরে ওই প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সাথে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান ও পৌর মেয়র ফজলুর রহমান বক্তব্য রাখেন। সাত সদস্যের জাইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপ-পরিচালক ইনউ হিরোমউ। জাইকা প্রতিনিধি দল জানান দুর্যোগ ব্যবস্থাপনায় মৌলভীবাজার, কক্সবাজারসহ বাংলাদেশের তিনটি জেলায় পাইলট প্রকল্প গ্রহন করেছে জাইকা। পৌর মেয়র ফজলুর রহমান বলেন কোদালিছড়া শহরের লাইফ-লাইন। শহরের পানি নিষ্কাশনের একমাত্র এ খালটির উন্নয়নে পৌর পরিষদ ও নাগরিকদের নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। নিয়মিত পরিচ্ছন্ন এবং সংস্কার করে যাচ্ছে। আরো প্রয়োজনীয় ও সৌন্দর্যবর্ধনের কাজ করতে আর্থিক বরাদ্ধ প্রয়োজন। আশা করছি আমাদের বন্ধু রাষ্ট্র জাপান সরকারের উন্নয়ন সংস্থা-জাইকা আমাদের সহযোগীতায় এগিয়ে আসবে।