দিরাইয়ে ত্রাণ বিতরন করলেন ড.জয়া সেনগুপ্তা এমপি
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১:০৮:৫৬ অপরাহ্ন
দিরাই পৌরসভার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করলেন ড. জয়া সেনগুপ্তা এমপি। গতকাল বিকাল ৩ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন বাগবাড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও সরকারী ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেব, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অবিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান তালুকদার, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, পৌর কাউন্সিলর সবুজ মিয়া।