সাংবাদিক ছাড়াই সংবাদ সম্মেলন ! নবীগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তার কাণ্ড
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১:১৫:৩৪ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি ::
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে গত বুধবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান। কিন্তু তার সাংবাদিক সম্মেলনে কোন সাংবাদিক উপস্থিত ছিলেন না। দাওয়াত না পাওয়ার কারণে সেখানে কোন সাংবাদিকই যাননি বলে জানিয়েছেন সাংবাদিকরা। তার এহেন কর্মকা-ে নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, তার কথিত সাংবাদিক সম্মেলনে তার অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিকরা যে সাংবাদিক সম্মেলনের খবরই জানেন না সেখানে তারা যাবেনই বা কেন। নবীগঞ্জের সাংবাদিকদের নিয়ে মৎস্য কর্মকর্তার এহেন কর্মকা-ে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল সকালে তার অফিসে কথিত সাংবাদিক সম্মেলনের ছবিতে দেখা যায় তার অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিক সম্মেলন সম্পর্কে তিনি কিছুই জানেন না। আরেক সাবেক সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এম.এ.আহমদ আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উপজেলা মৎস্য অফিসার কিংবা তার অফিসের কোন কর্মকর্তা তাকে সাংবাদিক সম্মেলনের কোন দাওয়াত দেয়নি। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা কিংবা তার অফিস থেকে সাংবাদিক সম্মেলনের কোন দাওয়াত তিনি পাননি। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমদ আহমদ জানান তিনিও এ ব্যাপারে কিছুই জানেন না। এ ব্যাপারে নবীগঞ্জের ৯৯ শতাংশ সাংবাদিকই তার কতিথ সাংবাদিক সম্মেলন সর্ম্পকে কিছুই জানেন না।