ওসমানীনগরে গুণিজন সম্মাননা নিরাপদ সংস্থার প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১:১৮:২৩ অপরাহ্ন
বালাগঞ্জ ও ওসমানীনগরে ১১ গুণিজনকে সম্মাননা হিসাবে ৩য় নিরাপদ পদক দিতে যাচ্ছে নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা। মঙ্গলবার বিকেলে গোয়ালাবাজারস্থ স্থানীয় একটি হোটেলে গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি শাহাব শাহীনের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ ফয়ছল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, জামাল উদ্দিন, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, শাওন দেব, প্রান্ত পাল, রেবা বেগম, হাবিবা আক্তার, ফারহানা বেগম, রোজি বেগম, ফৌজিয়া আক্তার, আনিস আহমদ, নাজমা বেগম, সুলতানা বেগম, কামরুল ইসলাম, জোবনা বেগম, তাহমিনা বেগম প্রমূখ। ২০ জুলাই শনিবার সকাল ১১ টায় দয়ামীর বঙ্গবীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবে।