তাহিরপুরে ৭ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১:২৫:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে ৩টি দোকান থেকে ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জল জব্দ করে আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আলী হোসেন নামে এক ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ তাহিরপুর থানা পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো দুপুরে জনসম্মুখে উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।