এইচএসসিতে শাহজালাল জামেয়ার পাশের হার ৯২ভাগ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ৩:১৭:০১ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। পাশের হার ৯২ভাগ। ২১৪ জন এবারের পরীক্ষায় অংশ নিয়েছে। বিজ্ঞান ও মানবিক বিভাগে সর্বোচ্চ পাশ করেছে ৯৫ ভাগ, ব্যবসা শিক্ষায় পাশ করেছে ৮২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১জন। এ গ্রেডে ২৬ জন, এ মাইনাস ৫৯, বি গ্রেডে ৭৭ জন এবং সি গ্রেডে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে।
জামেয়ার প্রিন্সিপাল অধ্যাপক গোলাম রব্বানী কৃতিশিক্ষার্থী ও অভিভাবকদের মোবারকবাদ জানান। বিজ্ঞপ্তি