এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ২:৫৩:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জয় চৌধুরী ও সৌরভ দাসের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, কলেজ ক্যাম্পাস এবং হোস্টেল দখল ও আধিপত্য নিয়ে কয়েকদিন ধরে সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জয় চৌধুরী ও সৌরভ দাসের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে সঞ্জয় চৌধুরীর অনুসারী কয়েকজন ছাত্র কলেজ ক্যাম্পাসে আসলে সৌরভের অনুসারীরা তাদের মারধর করে। এতে কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সঞ্জয়ের অনুসারীরা একত্রিত হয়ে কলেজ ক্যাম্পাসে এসে সৌরভের অনুসারীদের মারধর শুরু করলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সৌরভ দাসের অনুসারীদের পক্ষে সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দের বরাত দিয়ে শাহপরান (র.) থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, সৌরভ ও সঞ্জয় চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। কলেজ থেকে যোগাযোগ করা হলে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ ক্যাম্পাসসহ আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।