১ বছর পর বিয়ানীবাজার শহরে ফিরলো মাছবাজার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ২:৫৬:৩২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি ::
আবুল কাশেম পল্লব ও আব্দুশ শুকুর উপজেলা নির্বাচনের আগে ভোটারের কাছে কথা দিয়েছিলেন দায়িত্ব নেয়ার ১০০দিনের মধ্যে বিয়ানীবাজারে ফেরাবেন মাছবাজার, অন্যজন বিয়ানীবাজার পৌরশহরে মাছবাজার ফিরিয়ে আনতে কাজ করছিলেন দিনরাত, দিয়েছেন সর্বোচ্চ ছাড়। বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও বিয়ানীবাজার পৌরসভার ভোটে নির্বাচিত প্রথম মেয়র আব্দুশ শুকুর তারা দু’জনই জনপ্রতিনিধি, দু’জনই হলেন সফল, তাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বিয়ানীবাজারে ফিরলেন মৎস্য ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে মৎস্য ব্যবসায়ীদের একটি অংশ বাজারে মাছ বিক্রি শুরু করেছেন। অপর অংশ আস্তে আস্তে যোগ দিচ্ছেন বিয়ানীবাজার পৌরশহরের মৎসবাজারে। মাছ বাজারের পাশে সবজি বাজারও নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জানা যায়, বিয়ানীবাজার থেকে মেইন রোডের পাশ থেকে উচ্ছেদের পর থেকে অভিমানে বিয়ানীবাজার পৌরশহর ছেড়েছিলেন মৎস্য ব্যবসায়ীরা। এরপর থেকে পৌরশহরে মাছ বাজার ফিরিয়ে আনতে প্রায় এক বছর থেকেই দফায় দফায় বৈঠক করছেন পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, মৎস্য ব্যবসায়ী ও বাজারের ব্যবসায়ীরা। উভয়পক্ষ নানা দাবী দাওয়ার বিষয় নিয়ে ঐক্যমতে পৌছতে না পারায় শহরে মাছ বিক্রি বন্ধ ছিল। অবশেষে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের মধ্যস্থতায় পৌর মেয়র মো: আব্দুস শুকুর ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসু সমঝোতা হয়েছে। এ কারণেই মৎস্য ব্যবসায়ীরা ফিরে এলেন পৌরশহরে।
বিয়ানীবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, কর্তৃপক্ষের সাথে আমাদের ফলপ্রসু সমঝোতা হয়েছে। আমরা দু’তিন দিন সময় নিয়েছিলাম। এ অবস্থায় আজ সকাল থেকে একটি গ্রামের (লাসাইতলা) ব্যবসায়ীরা শহরের ঐ বাজারে ব্যবসা শুরু করেছেন। আমরাও ঐ স্থানে ব্যবসা শুরু করব। তবে মুরব্বীদের নিয়ে বসে সিদ্ধান্ত নিয়ে যাব।
মাছের আড়তদার ঈমাম উদ্দিন বলেন, মাছ বাজার ফেরাতে বিয়ানীবাজার পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানের সাথে আমাদের সকলের একটি ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে আমরা মাছবাজারে ফিরে এসেছি। তারা আমাদের সব রকম সুযোগ সুবিধা তারা নিশ্চিত করেছেন, দাবির অধিকাংশ পুরণ করার আশ্বাস দিয়েছেন। এ কারণে আমরা ফের পৌর শহরের ফিরে এসেছি।
বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র আব্দুশ শুকুর বলেন, মৎস্য ব্যবসায়ী ও পৌরসভার মধ্যে যে দুরত্ব এবং ভুল বুঝাবুঝি হয়েছিলো তার অবসান হয়েছে। তাই সব মাছ ব্যবসায়ী এ-বাজারে ফিরে এসেছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে মেয়র আরো বলেন, বিয়ানীবাজার পৌরসভার ব্যবসায়ীবান্ধব, ব্যবসায়ীদের সকল সুযোগ-সুবিধা দিতে তার পৌরসভা বদ্ধপরিকর। তিনি মৎস ব্যবসায়ী বাজারে ফিরিয়ে আনতে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ যারা নেপথ্যে কাজ করেছেন সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব জানান, দীর্ঘদিন থেকে মৎসবাজার নিয়ে অচলাবস্থা চলছিলো, আমি পরিষদে আসার পর বিয়ানীবাজার পৌর মেয়রের সাথে নিয়ে মৎস্য ব্যবসায়ীদের আশ্বস্থ করেছি ব্যবসার জন্য সকল সুযোগ-সুবিধা দেয়া হবে। তারা আমাদের সাথে আলোচনা করে জনগণের ভোগান্তি রোধে তারা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।