প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন : নবীগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ৩:১৩:২৭ অপরাহ্ন
কুশিয়ারা নদীর দুই তীর রক্ষায় ৫’শ ১৮ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে
হবিগঞ্জের জন্য ৯শ মেট্রিক টন চাল ও ১৫ লক্ষ টাকা প্রদান
শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ থেকে ::
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকার একটি মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এছাড়া তারা কুশিয়ারা ডাইক ও বন্যা দুর্গত এলাকাও পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন সবাইকে এক সাথে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, হবিগঞ্জ জেলার জন্য ৯০০ মেট্রিক টন চাল, নগদ ১৫ লক্ষ টাকা এবং ৪ হাজার শুকনো খাবার পাঠিয়েছি। খাদ্যের জন্য, ঔষধের জন্য কেউ কষ্ট পাবেন না। আমরা দুর্গত এলাকা ঘুরে দেখেছি। প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কষ্টের কথা বলবো। তিনি আরো বলেন, আমরা নিজে আসি নাই, শেখ হাসিনা আমাদের পাঠিয়েছেন। শেখ হাসিনার সরকার এখন আর গরীব না।
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রশাসনের সাথে আমাদের দলীয় লোকজন এবং জনগণ বানভাসী মানুষের পাশে আছেন। আপনাদের দুঃশ্চিন্তার কোন কারণ নেই। তিনি বলেন, আপনাদের সংসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি ডিও লেটার দিয়েছেন। তার ডিও লেটারের মাধ্যমে আমাদের মন্ত্রণালয় থেকে কুশিয়ারা নদীর দু’পাড় রক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। ৭.৪ কিলোমিটার নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর দু’পাড় রক্ষার জন্য ৫’শ ১৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ইনশাল্লাহ এ বছরই শুরু হবে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া ১৭৬ কিঃ মিঃ নদীর ড্রেজিং এর ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরো বলেন, বিপদে ধৈর্য্য ধারন করুন। মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। আওয়ামীলীগ আপনাদের পাশে আছে।
দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ। এ সময় উপস্থিত ছিলেন, ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা প. প. কর্মাকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। সভায় ১ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মসলা, নুডুলস, লবন, সেমাইসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী।