ব্রিটেনে শ্রমিকদের মজুরী এখন ১ যুগের সর্বোচ্চ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ৩:৩০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
ব্রিটেনে শ্রমিক কর্মীদের মজুরী গত ১১ বছরের তুলনায় এখন সর্বোচ্চ। কর্মসংস্থান বৃদ্ধিতে কিছুটা দুর্বলতা সত্বেও মজুরী বৃদ্ধির হার শ্রমিক কর্মীদের মাঝে আশার সঞ্চার করেছে। ব্রেক্সিট রেফারেন্ডামের পর থেকে দেশটির অর্থনীতি কিছুটা হোঁচট খেলেও সাধারণ চাকুরীজীবী ও শ্রমিকরা সন্তুষ্ট রয়েছেন।
দেখা গেছে, গত মে মাস পর্যন্ত কৌর আর্নিং অর্থাৎ অন্তর্গত আয় বার্ষিক ৩ দশমিক ৬ ভাগ হারে বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালের মধ্যভাগ পর্যন্ত এই বৃদ্ধি সর্বোচ্চ এবং অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে অধিক শক্তিশালী। রয়টার্সের অর্থনীতিবিদরা শতকরা সাড়ে ৩ ভাগ বৃদ্ধির মেডিয়ান পূর্বাভাস প্রদান করেন।
যা-ই হোক, চাকুরীর বাজারের উত্থান সাম্প্রতিক মাসগুলোতে হোঁচট খেয়েছে। কর্মক্ষেত্রে অধিক হারে লোকজন প্রবেশ করলেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লোক নিয়োগে সমস্যায় পড়েছেন। সকল খাতেই দক্ষ লোকের সংকট পরিলক্ষিত হচ্ছে। অপরদিকে ব্যাংক অব ইংল্যান্ড গত মে মাসে জানায়, এ বছরের শেষ নাগাদ শতকরা ৩ শতাংশ মজুরী বৃদ্ধির প্রত্যাশা করছে তারা। এছাড়া বেকারের সংখ্যা ইতোমধ্যে ৫১ হাজার হ্রাস পেয়েছে মোট ১৩ লাখ থেকে।
কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি ২৮ হাজারে নেমে এসেছে। এটা গত বছরের আগস্ট পর্যন্ত ৩ মাস সময় থেকে অপেক্ষাকৃত দুর্বল এবং রয়টার্সের ভবিষ্যতবাণীর চেয়ে কম। রয়টার্স ৪৫ হাজার কর্মসংস্থান বৃদ্ধির আভাস দিয়েছিলো।
অবশ্য এ সময়ে আত্মসংস্থানকর্মীদের সংখ্যা কিছুটা বেড়েছে। গত সপ্তাহে প্রত্যাশিত এক জরীপে দেখা গেছে, কোম্পানীগঞ্জসমূহ ব্রেক্সিট নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় অধিক উদ্বিগ্ন এবং তারা বিনিয়োগ ও ভাড়া গ্রহণ হ্রাসের পরিকল্পনা করছে।
তথ্যসূত্র : ডেইলী স্টার