জৈন্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ৩:৩২:৩৭ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি::
জৈন্তাপুরে পানিতে ডুবে কামরুল ইসলাম ফাহিম ১৯ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে পানিতে ডুবে নিহত হন হেমু ভাটপাড়া গ্রামের মোঃ আব্দুল্লাহ’র পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলাম ফাহিম বালিপাড়া গ্রামে তার মায়ের সঙ্গে নানা বাড়ি থাকতো। গত বুধবার ১৭ জুলাই বিকাল ৪টার দিকে খেলা করতে গিয়ে পরিবারের সদস্যদের আড়ালে বাড়ির আঙ্গিনায় বন্যার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ঘরের পাশে বন্যার পানিতে ফাহিমকে ভেসে থাকতে দেখে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।