আজ সিলেট আসছেন মন্ত্রী শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ৩:৩৪:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তণ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ৩ দিনের সফরে সিলেট আসছেন আজ। মন্ত্রী আজ শুক্রবার রাজধানী ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ১১:০০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৬০১ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছাবেন। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আখতারউজ-জামান স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে বিষয়টি জানা গেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসারি নির্বাচনী এলাকা বড়লেখায় যাবেন। নিজ বাসভবনে রাত্রি যাপন করে পরদিন ২০ জুলাই সকাল ৯ টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা ২০১৯ এর উদ্বোধন করবেন মন্ত্রী।
দুপুরে সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে বিকাল মৌলভীবাজার সমিতির নব নবর্িাচিত কমটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।