ফেল করে আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ৮:৫৮:৪১ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি::
এইচএসসি পরীক্ষায় ফেল করায় ১৭ জুলাই বালাগঞ্জে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। ছাত্রীর নাম মাজেদা বেগম (১৮), সে বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আলা উদ্দিনের মেয়ে।
বালাগঞ্জ সরকার ডিগ্রী কলেজের এ ছাত্রী ফলাফল জানার পরপরই গ্রামের এক আত্মীয়ের বাড়ীতে গিয়ে দুপুরে বিষপানে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মাজেদা বেগম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠিসহ স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় জমায়। তার এ মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারছে না।