শাহী ঈদগায় ৩ দোকানে চুরির ঘটনায় গ্রেফতার নেই
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ৯:০২:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
নগরীর শাহী ঈদগাহ মাজার সংলগ্ন এলাকায় তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার ভোরে তিনটি দোকানের তালা ভেঙ্গে চোরেরা নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, শাহী ঈদগাহ এলাকার শাহ মীর শাহী (রহ.) মাজার সংলগ্ন হাজী এম এ মতিন এন্ড সন্স স্টোর, এমএ লতিফ স্টোর ও তামান্না মেডিকেল হল এই তিনটি দোকানে চোরেরা তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এর মধ্যে এম এ মতিন স্টোরে দেড় লাখ, এমএ লতিফ স্টোর ১ লাখ, তামান্না
মেডিকেল হলের নগদ ৫ লাখসহ মোবাইল রিচার্জের কার্ডসহ মোট প্রায় ৮লাখ টাকার মালামাল চুরি হয় বলে হযরত শাহমীর শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নেতৃবৃন্দ জানান। তারা আরো জানান, ভোর ৬টার দিকে ৭/৮ জন সংঘবদ্ধ চোর দল এই চুরি সংঘটিত করছে সিসি ক্যামেরায় দেখা যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোর সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হবে বলে জানান তিনি।