এইচএসসি’তে স্টারলাইটের ঈর্ষনীয় সাফল্য
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১০:৩৮:১৫ অপরাহ্ন
এবারের এইচএসসি ফলাফলে সিলেটে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার স্টারলাইট কলেজ। বিজ্ঞান ও মানবিক বিভাগে ১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৪৫জন। পাশের হার ৯৬.০৩। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বিজ্ঞান বিভাগে ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২টি জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে। মানবিক বিভাগে ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১টি জিপিএ-৫সহ পাশ করেছে ৯১জন। মানবিক বিভাগে পাশের হার ৯৩.৮১। উত্তীর্ণ ১৪৫জন শিক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ৩ জন, এ পেয়েছে ৪৬ জন, এ- ৫০ জন, বি পেয়েছে ২৮ জন এবং সি পেয়েছে ১৮ জন।
দক্ষিণ সুরমাসহ সিলেটের অন্যান্য সরকারী বেসরকারী কলেজের তুলনায় ভাল ফলাফল করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ দারুণ উৎফুল্ল। নামকরা কলেজে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ভর্তির পরেও যখন জিপিএ-৫ পাওয়া দূরের কথা অকৃতকার্য হচ্ছে সেখানে এসএসসিতে জিপিএ ৫ না থাকা সত্বেও প্রতি বছর স্টারলাইট কলেজ হতে শিক্ষার্থীরা জিপিএ ৫ পাচ্ছে।
কলেজের এমন ঈর্ষনীয় সাফল্যের পিছনে শিক্ষার্থীদের সুশৃংখল জীবন-যাপন, শিক্ষকদের আন্তরিক ও মানসম্পন্ন পাঠদান এবং পরিচালনা কমিটির নিবিড় তত্ত্বাবধান ভুমিকা রেখেছে বলে মনে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম। বিগত সালেও বিজ্ঞান বিভাগে ৩টি জিপিএ ৫সহ ৯১ভাগ ভালো ফল করে কলেজটি। বিজ্ঞপ্তি