বিভিন্ন স্থানে মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ১১:৪৬:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষে মৎস্য অবমুক্ত বর্ণ্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রিভারভিউ এলাকায় গিয়ে সুরমা নদীতে মাছের পোণা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে র্যালী পরবর্তী সুরমা নদীতে পোণা মাছ অবমুক্ত করেন সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রমাসক মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, জেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, সদর উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ হ্যাচারী অফিসার অশোক কুমার দাস, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার।বলেন,মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জের দেশীয় প্রজাতির মাছগুলোকে সুরক্ষায় কাজ করছে মৎস্য বিভাগ,। মৎস্য বিভাগ একার পক্ষে এই সুনামগঞ্জের বিশাল জলরাশি ও হাওরের মাছ সংরক্ষনে সম্ভব নয় তাই গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সবাইকে আরো বেশী সচেতন হলে দেশীয় প্রজাতির হারিয়ে যাওয়া মাছগুলোর অস্তিত্ব আবারো ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
মৌলভীবাজার
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে মৌলভীবাজার পৌরসভা পুকুর পাড়ে এসে শেষ হয়। পরে পৌরসভার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সহ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ
বিশ্বনাথ প্রতিনিধি জানান, ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বিশ্বনাথে ‘জাতীয় মৎস্য সপ্তাহের’ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ চেতনাকে সামনে রেখে এগিয়ে চলা মৎস্য দপ্তর আয়োজিত আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাক আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা একাডেমীর সুপার ভাইজার ফজলুল হক, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান নবাব। র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সূচনার উপজেলা ম্যানেজার মোছাব্বির রহমান, সাংবাদিক অসিত রঞ্জন দেব, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, যুবলীগ নেতা সাফায়েত খান, সায়েদ আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা সিজিল আহমদ, শহিদ খান আতা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বর্তমান কমিটির সহ-সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু, মৎস্য চাষী মধু মিয়া, কয়েছ মিয়া, ছালিক মিয়া, সায়েদ আহমদ প্রমুখ।
কমলগঞ্জ
কমলগঞ্জ প্রতিনিধি জানান, ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ ও সূচনা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় র্যালি, মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, হীড বাংলাদেশের প্রজেক্ট কর্মকর্তা অরুন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদ উল্লাহ্। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সূচনা প্রকল্পের মৎস কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউট সম্পাদক মোসাহিদ আলী।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিকসহ উপজেলার মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তিনজন সফল মৎস চাষীকে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
দিরাই
দিরাই প্রতিনিধি জানান, মৎস্য সেক্টরের সমৃদ্ধি-সুনীল অর্থনীতির অগ্রগতি প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় দিরাই উপজেলা পরিষদের মিলনায়তনে মৎস্য অধিদপ্তর আয়োজিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেব সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনের পুকুরে বাজার থেকে ক্রয় করা কিছু পোনা মাছ নমুনা হিসেবে অবমুক্ত করেন অথিতিবৃন্দ।
কুলাউড়া
কুলাউড়া প্রতিনিধি জানান, কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কুলাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র্যালী, পোনা অবমুক্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার এর পরিচালনায় পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে.) মোঃ সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের হাবিবুর রহমান ও মৎস্য চাষী কুতুব উদ্দিন চৌধুরী প্রমুখ। সভাশেষে উপজেলার ৩ সফল মৎস্যচাষি কুতুব উদ্দিন চৌধুরী, জুলেখা আক্তার ও হুমায়ুন রশীদ খছরুকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ইউএনও মুহাম্মদ আবুল লাইছ মৎস্য চাষে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন প্রাকৃতিক মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশের ৩য় স্থান অর্জনের সাফল্যকে আগামীতে আরো এগিয়ে নিয়ে যেতে মৎস্য বিভাগের পাশাপাশি মৎস্য চাষীদের অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান। সভার পূর্বে র্যালীতে সরকারি কর্মকর্তা,বিভিন্ন সামাজিক সংগঠন,এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
জামালগঞ্জ
জামালগঞ্জ প্রতিনিধি জানান, “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” ও মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষে মৎস্য অবমুক্ত ও বর্ণ্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের আয়োজনে জামালগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত র্যলীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিয়াংকা পাল।
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইফসুফ আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দ রাজু, মহিলা ভাইস-চেয়ারম্যান বীনা রানী। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মিজানূর রহমান সিদ্দিকী, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী, শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উত্তর ইউপি চেয়ারম্যান মো.রজব আলী প্রমূখ। র্যালী ও আলোচনা শেষে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি জানান, মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ’১৯ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ণাঢ্য র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহর সভাপতিত্বে ও সহকারি মৎস্য কর্মকর্তা লিয়াকত আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি সৈয়দা শমসাদ বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অশোক কুমার দাশ, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, এস আই জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ প্রমুখ।
শাল্লা
শাল্লা প্রতিনিধি জানান, ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহের ২য় দিনের কর্মসূচি হিসেবে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা পরিষদ পার্শ্ববর্তী উন্মুক্ত জলাশয়ে দিনের কর্মসূচি হিসেবে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ ও অ্যাড. দিপু রঞ্জন দাশ বক্তব্য রাখেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। এছাড়া উক্ত সভায় নিবন্ধিত মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসমানীনগর
ওসমানীনগর প্রতিনিধি জানান, ওসমানীনগর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন হয়েছে। বর্নাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্তকরন ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়।
১৮ জুলাই সকাল ১১ টায় উপজেলা কার্যালয়ের সামন থেকে এক বর্নাঢ্য র্যালীর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর কর্মসূচী শুরু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিাভন্ন এনজিও’র কর্মকর্তা কর্মচারী, মৎস্যজীবি সমিতির নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ র্যালীতে অংশ গ্রহণ করেন। র্যালীটি উপজেলা কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে সিলেট-ঢাকা মহাসড়ক পদক্ষিণ করে থানা ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা চেয়ারম্যানসহ উপস্থিত নেতৃবৃন্দ থানার সরকারী পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে ও পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজার পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ এস এম আল মামুন, সিলেট জেলা আ’লীগের সদস্য আব্দাল মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্ত্তী,উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, মৎস্যজীবি সমিতির কর্মকর্তা আজির উদ্দিন ,উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, এনজিও সংস্থা আরডিএস কর্মকর্তা মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুস সালাম। অনুষ্টানে বিভিন্ন এলাকার মৎস্যজীবি সমিতির সদস্য, বিভিন্ন ইউপি সদস্য,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ছাতক
ছাতক প্রতিনিধি জানান, ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মৎস্য পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। মৎস্য চাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আওলাদ হোসেন। এসময় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, সায়েস্তা মিয়া, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. শাহাব উদ্দিন, বাবুল রায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, মঞ্জুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর
জগন্নাথপুর প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।