নবীগঞ্জে প্রেমে সাড়া না দেয়ায় দুই ছাত্রীর ওপর হামলা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১২:২৭:৪৬ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সরকারী কলেজের ছাত্রীর কাছে প্রেমের সাড়া না পেয়ে দুই ছাত্রীর ওপর হামলা চালিয়েছে একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছাত্র। এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, নবীগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে প্রেমে নিবেদন করে উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী মোঃ হুমায়ুন মিয়া (১৯)। গত বৃহস্পতিবার বিকেলে ক্লাস শেষে বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় ওই ছাত্রীসহ তার এক সহপাঠি। দুই ছাত্রী টমটম গাড়িতে উঠার সময় হুমাউন মিয়া মেয়েটিকে প্রেম নিবেদন করে এবং তার কাছে মোবাইল নাম্বার চায়।
এ সময় মেয়েটি তার প্রস্তাবে রাজি না হয়ে দ্রুত স্থান ত্যাগ করতে গাড়িতে উঠে। এ সময় হুমাউন রাগে মেয়েটির উপর হামলা করে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একই সাথে সে সঙ্গে থাকা অপর মেয়েটির উপরর হামলা চালায়। এসময় কলেজের অন্য ছাত্ররা এগিয়ে আসলে হুমায়ুন পালিয়ে যায়। মেয়েটির বাবা হুমায়ুনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ ঘটনার কলেজের অধ্যক্ষর নিকট অভিযোগ জানালে অধ্যক্ষ বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, হুমায়ুনকে খোঁজা হচ্ছে। হামলার ঘটনা সরেজমিনে তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।