কেমুসাসের ১ হাজার ৪৩ তম সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১২:৩০:৩৭ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১০৪৩তম সাহিত্য আসরে বক্তারা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশে লেখকদের ভূমিকা অগ্রগণ্য। মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন রচনায় একটি লেখা মাইলফলক রচনা করতে পারে। বক্তারা বলেন, নজরুলের মতো অসাম্প্রদায়িক ও মানবিক বোধসম্পন্ন হওয়া লেখকের প্রথম কাজ। এটা ছাড়া সর্বজনীন হওয়া মোটেই সম্ভব নয়।
বৃহস্পতিবার রাতে সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট। আলোচনায় অংশ নেন সংসদের সহসভাপতি মুহম্মদ বশিরুদ্দিন, প্রবীণ কবি এম এ হান্নান, শাবিপ্রবির সহকারী অধ্যাপক শাহাদাত চৌধুরী, ছড়াকার ও সংগঠক কামরুল আলম।
আসরে লেখাপাঠে অংশ নেন, সিরাজুল হক, বেলাল আহমদ চৌধুরী, শাহ সারোয়ার আলী, আব্দুস শহিদ, মাও. আবুযর মাহতাবী, সামছুদ্দোহা ফজল সিদ্দিকী, শাকিল আহমদ, জুবের আহমদ সার্জন, আব্দুল কাদির জীবন, সাদিক হোসেন এপলু, কাজী আল মামুন, বরাতুল ইসলাম, কে এম জুমায়েল বক্স, রায়হান কবির, মিদহাদ আহমদ, বাহা উদ্দিন বাহার ও লিলু মিয়া। গান পরিবেশন করেন মো: হেলাল উদ্দিন দাদন মোল্লা, কুবাদ বখত চৌধুরী রুবেল, শাহিনা জালালী, আলাল আহমদ। আসর উপস্থাপনা করেন গল্পকার তাসলিমা খানম বীথি। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। বিজ্ঞপ্তি