মন্ত্রী ইমরান আহমেদের পক্ষে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:০২:৫৯ অপরাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমেদের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকার অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর উপজেলার শিমুলতলা আশ্রয়ণ প্রকল্প, কোম্পানীগঞ্জ, বুড়িডহর, শিবপুর, বিষ্ণুপুর, বিলাজুর, চাতলপাড়, উত্তর বুড়দেও ও দক্ষিণ বুড়দেও গ্রামসহ বিভিন্ন গ্রামের বন্যার্তদের মধ্যে মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলী অংশ নেন। বিজ্ঞপ্তি