ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মামুনের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:১০:০৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
ফেঞ্চুগঞ্জ সারকারখানার সাবেক ষ্টোর অফিসার, দৈনিক সমকাল ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মামনুর রশীদ মামুনের পিতা মোঃ হাফিজুর রহমান (ছুছু মিয়া) আর নেই। শুক্রবার (১৯ জুলাই) সকাল সোয়া ১০ টায় সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহী… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্ত্রী ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম মোঃ হাফিজুর রহমান (ছুছু মিয়া) উপজেলার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ কয়েক বছর থেকে হাঠুভাঙ্গা শাহী ঈদগাহের সভাপতি এবং মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
গতকাল বিকাল পৌনে ৫ টায় ফকিরপাড়া তকিরগুল পাঞ্জেগানা মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা এবং প্রেসক্লাব সদস্যবৃন্দ।