কোম্পানীগঞ্জে মৎস্য সপ্তাহের র্যালি
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:১৩:৫০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মৎস্য সেক্টরে সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইমরানের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহফুজুর রহমান, এস আই স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েক সুবেদার মঞ্জেল মিয়া, হাবিলদার আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, উত্তরপূর্ব প্রতিনিধি কবির আহমদ, শুভ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।