মৌলভীবাজার সমিতির অভিষেক আজ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:২১:১৩ অপরাহ্ন
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ধোপাদিঘীর দক্ষিণপারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর হলরুমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
অভিষেক অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও সকল জীবন সদস্যবৃন্দকে যথাসময় উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার আলী আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি