দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:২২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ মাহফুজুর রহমান (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। আটক মাহফুজুর রহমান দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকার আব্দুল আলীমের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১ টায় দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাহফুজুরের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।