বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:২৫:১০ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কানাইঘাট উপজেলার বায়ামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার কানাইঘাট পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ একশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল ও লবণ। ত্রাণ সামগ্রী বিতরণকালে সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, শুধু রেড ক্রিসেন্ট নয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু সংগঠন আর সরকার নয়, ব্যক্তিগতভাবে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে বন্যার্ত মানুষেরা দূর্ভোগের হাত থেকে রক্ষা পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক মেয়র লুৎফুর রহমান, সোহেব আহমদ, ইউনিট অফিসার কাওছার আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কাউন্সিলর হাজী শরিফুল হক, জাহাঙ্গীর আলম জাহান, হাজী সফর আলী, হাজী ইজ্জাদুর রহমান চৌধুরী, ব্যবসায়ী হাজী আবুল বশর, কানাইঘাট প্রেসক্লাবের সেক্রেটারি নিজাম উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, মেম্বার সাব্বির আহমদ, হেলাল উদ্দিন মাহমুদ, সাংবাদিক আমিনুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভাগীয় প্রশিক্ষণ বিভাগের উপপ্রধান বদরুল আজাদ শুভ, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় উপপ্রধান নাজিব আহমেদ, সদস্য নাফিসা ইকতেকার, ফয়জুল নেছা রুমানা। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি