উদ্ধার হয়নি ১২ দিনেও : বড়লেখার স্কুলছাত্র অপহরণ মুক্তিপণ আদায়কারী আটক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:৩২:০৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় অপহরণ হওয়া স্কুলছাত্রের সন্ধান দিয়ে তার অভিভাবকের কাছ থেকে মুক্তিপণ আদায়ের ঘটনায় পুলিশ বুধবার রাতে কামাল মিয়া নামে এক যুবককে আটক করেছে। সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকা থেকে বড়লেখা পুলিশ তাকে আটক করে। সে কোম্পানীগঞ্জের কাকুরাইল গ্রামের মদরছিল আলীর ছেলে। তবে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহরণ হওয়া ওই ছাত্রের নাম আব্দুল ওয়াহিদ (১৬)। সে বড়লেখার ৫ নম্বর দক্ষিণ শাহাবজপুর ইউনিয়নের বোবারতলের ইসলাম নগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। আব্দুল ওয়াহিদ দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারতল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
থানায় অভিযাগ ও যুবকের পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রবিবার বোবারতলের ইসলাম নগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে এক লেবু বিক্রেতার সাথে সিলেটের বিয়ানীবাজার দেখার জন্য ঘুরতে যায়। এরপর সেখান থেকে হঠাৎ সে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে তার বাবা ৯ জুলাই মঙ্গলবার বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেন। এরই মধ্যে ১৬ জুলাই দিবাগত রাত একটার দিকে স্কুল ছাত্রের মুঠোফোনে তার বাবা যোগাযোগের চেষ্টা করেন। এই সময় মুঠোফোনে কল ধরেন মুক্তিপন আদায়কারী কামাল মিয়া।
কামাল এ সময় স্কুল ছাত্রকে দিয়ে তার পরিবারের সাথে কথা বলিয়ে দেয় এবং ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করে। এতে ওই ছাত্রের পরিবার ছেলেকে ফিরে পেতে টাকা দিতে রাজি হয়ে যায়। কামাল মিয়া তখন একটি বিকাশ নম্বর দেয় টাকা পাঠানোর জন্য। ছেলেকে ফিরে পেতে স্কুল ছাত্রের পরিবার প্রথমে দশ হাজার টাকা বিকাশ নম্বরে পাঠায়। এই বিকাশ নম্বরের সূত্র ধরেই বড়লেখা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রশিদ উদ্দিন গোয়াইনঘাট থানায় যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে ওই থানার পুলিশ ও স্থানীয় বাজারের লোকজনের সহায়তায় কামাল মিয়াকে আটক করা হয়। তবে স্কুল ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পুলিশ কামাল মিয়াকে বড়লেখা থানায় নিয়ে আসে। এই ঘটনায় স্কুল ছাত্রের বাবা ইকবাল হোসেন বৃহস্পতিবার (১৮ জুলাই) বাদী হয়ে থানায় অজ্ঞাতনামাদের আসামী করে অপহরণ মামলা করেছেন।
বড়লেখা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রশিদ উদ্দিন বৃহস্পতিবার (১৮ জুলাই) জানান, ‘স্কুলছাত্রের বাবা অপহরণ মামলা দিয়েছেন। ছেলেকে ফিরিয়ে দেয়ার জন্য টাকা দাবি করছিল আটক কামাল মিয়া। সে ১০ হাজার টাকা বিকাশে গ্রহণ করে। টাকা গ্রহণের সূত্র ধরে গোয়াইনঘাট থেকে বড়লেখা পুলিশ তাকে আটক করেছে।’