বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রতিবাদে বাহুবলে যুবলীগের বিক্ষোভ ও পথসভা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:৩৫:৪৪ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবলীগ।
গত বৃহস্পতিবার বিকাল ৫টায় বাহুবল উপজেলা সদরে উপজেলা যুবলীগের আহব্বায়ক সৈয়দ আব্দুল গফ্ফার মিলাদের সভাপতিত্বে কাজী ফখরুল ইসলামের পরিচালায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের যুগ্ন আহব্বায়ক তারা মিয়া, যুবলীগ নেতা বদরুল আলম প্রমূখ।
বক্তারা, আগামী সোমবারের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। সরকারী অফিসে ব্যানার টানিয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা কেন হয়েছে এর জবাব চান।
গত ১৫ জুলাই দৈনিক যায়যায় দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এসময় পত্রিকাটির ব্যানারে ঢাকা পড়ে জাতীর জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। এ নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান অনাকাঙ্খিত ঘটনার জন্য জাতির কাছে ক্ষমা চান। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, তারা হুট করে আমার অফিসে আসছে, আমি খেয়াল করিনি আমাদের পেছনে কারা ব্যানার টেনে ধরেছে। এটা অত্যান্ত দু:খ জনক। আমি ক্ষমা চেয়েছি। এরই মধ্যে ঘটনার তদন্তের জন্য একটি কমিটিও করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, কাদের নির্দেশে পিছনে ব্যানার টানিয়েছে সে ব্যপারে তদন্ত করে আগামী রোববার রিপোর্ট জমা দিব।