জগন্নাথপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ২:০৮:৫১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জাহের এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রাসেল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনোয়ার হোসেন। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জালাল উদ্দিন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীনুর রহমান, আবদুল ওয়াহাব, বিদ্যালয়ের শিক্ষক তাজ উদ্দিন, বিজয় কান্তি দাস, ফিরোজা বেগম, তাজমিনা খাতুন, নুরুল ইসলাম, জহিরুল হক, মাহমুদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।