মৌলভীবাজার পল্লী বিদ্যুতের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯, ২:৩৫:৩২ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
‘তথ্য জেনে সেবা নিন, দুর্নীতি প্রতিরোধে সহায়তা করুন’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, এবং স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), শ্রীমঙ্গলের উদ্যোগে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহায়তায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে সভায় সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো: শাহিদুল আলম। টিআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু সুফিয়ান চৌধুরী এবং অনুষ্ঠানে প্রধান মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বজন সদস্য ও প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ ছায়েদ আহমদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো; জহির আহমেদ শামীম, মো: আব্দুর রহিম, সনাক সহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, জলি পাল, জিডিসন প্রধান সুচিয়াং, স্বজন আহ্বায়ক এস. এ. হামিদ, সহ সমন্বয়কারী দেলওয়ার হোসেন, মো: হাবিবুর রহমান শহীদ ও নিতেশ সূত্রধর, তমান কান্তি দাস, পল্লী বিদ্যুৎতের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাসহ ইয়েস সদস্যবৃন্দ।