শায়েস্তাগঞ্জে রেলক্রসিং সংস্কার সিলেটের সাথে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৩:৫৬:৪০ অপরাহ্ন
সিদ্দিকুর রহমান মাসুম, হবিগঞ্জ ::
আবারো বন্ধ হয়ে গেছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। বিনা নোটিশে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে রেলক্রসিং সংস্কার কাজ শুরু করায় সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সিলেটের কয়েক হাজার যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা রয়েছে।
রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ওলিপুর এলাকায় রেল ক্রসিং সংস্কার কাজ চলায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। পরে রাত ৮টার দিকে লাইন তুলে ফেলায় রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেল সূত্র জানিয়েছে রাত ২ টা আড়াইটা নাগাদ আবারো রেলসহ সব ধরণের যান চলাচল স্বাভাবিক হয়ে আসতে পারে।
শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে রাত ৮টার দিকে রেললাইন তুলে ফেলায় রেল যোগাযোগও বন্ধ হয়ে পড়ে। রাত ২-৩টার আগে রেল ক্রসিং সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে অন্তত ৭-৮ ঘন্টা বন্ধ থাকতে পারে সিলেটের সাথে সারাদেশের সড়ক ও রেল যোগাযোগ।