সুরমা মার্কেটে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৩:৫৮:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
নগরীর সুরমা মার্কেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় সুরমা মার্কেটের ১নং গেটের দু’তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স (৫০)।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মো: সেলিম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে লোকটি মারা গেলো তা নিশ্চিত হওয়া যায়নি। লাশের কোনো পরিচয় না পাওয়ায় তার স্বজনদের খুঁজছে পুলিশ। কেউ ওই ব্যক্তির পরিচয় জানলে সিলেট কোতোয়ালী মডেল থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।