কুলাউড়ায় জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:০০:৪৪ অপরাহ্ন
পাহাড়িকা ও পারাবত মাঝপথে আটকা
পড়ায় শত শত যাত্রীর দুর্ভোগ
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থেকে ::
সিলেট রেলপথের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগনালের কাছে গতকাল শুক্রবার দুপুরে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের মধ্যখানের ১টি বগীর ২টি চাকা লাইনচ্যুত হলে সিলেটের সাথে সাময়িকভাবে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ে সুত্রে জানা যায়, সিলেট স্টেশন থকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া জংশন স্টেশনের আউটার সিগনালের কাছে দুপুর ১২ টায় ট্রেনের মধ্যখানের ১টি বগীর ২টি চাকা লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি লাইনচ্যুত বগী নিয়ে ষ্টেশনের প্লাটফরমে প্রবেশ করে। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত কুলাউড়া রেলওয়ে জংশনের উদ্ধারকারী দল হাইড্রোলিক ভ্যান নিয়ে ষ্টেশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী দল ২ ঘন্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বগীকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে কুলাউড়া ষ্টেশনে ফেলে রেখে অবশিষ্ট যাত্রীবাহী বগীগুলো নিয়ে দুপুর ২ টায় ঢাকার উদ্দ্যেশে ট্রেনটি কুলাউড়া স্টেশন ত্যাগ করে।
জয়ন্তিকা ট্রেন দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ২ ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চট্টগ্রামগামী পাহাড়িকা, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনসহ লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে শত শত যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হন।