র্যাব ৯ এর হাতে আটক ৮
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:০৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
র্যাব ৯ এর পৃথক অভিযানে নগরীর বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানা, জেলার জকিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সদর কোম্পানী সিলেট ক্যাম্প এর একটি দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপি বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে লিটন দাস (২৫), তপুদাস (১৮), সানি দাস লিটন (৩২), জাকির মিয়া (৩০), সুজিত আলী (৩৮) এবং শিপন মিয়া (৪৮) নামে ৬ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় আটক করে। পরে তাদের এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পরে একই দল রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার খোজারখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শিপলু আহমেদ জীবন(২০) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে আটক করে। পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
একই দল রাত পৌনে ৮টার দিকে জকিগঞ্জ থানাধীন কলাকুটা গ্রাম থেকে ১০টি ১ হাজার টাকা ১৬৮ টি ভারতীয় ৫শ রুপির নোটসহ ছালিক আহমদ (৩৫) নামে একজনকে আটক করে। পরে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। রাত ২টার দিকে সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পর একটি আভিযানিক দল এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজারের কুলাউড়া থেকে থানাধীন শমসেরনগর রোডস্থ চৌমুহনী এলাকা হতে ১ লাখ মূল্য ভারতীয় জাল রুপি এবং ৩ হাজার বাংলাদেশী জাল টাকাসহ কবির আহমেদ (২৭) নামে একজনকে আটক করে। তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।