জামালগঞ্জে বাজ পড়ে পিতা পুত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:১০:৪৩ অপরাহ্ন
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ ::
গত ক’দিন পূর্বে সুনামগঞ্জের জামালগঞ্জে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবারো উপজেলায় বাজ পড়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৬টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রাম সংলগ্ন রৌয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ভানু মিয়া (৪২) ও তার ছেলে সুমন মিয়া (১৫)। তাদের বাড়ি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে। একের পর এক বজ্রপাতে নিহতের ঘটনায় শংকিত মানুষ দ্রুত বজ্রনিরোধক যন্ত্র স্থাপনের দাবী জানিয়েছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক ভোর ৬টায় ভানু মিয়া তার ছেলেকে নিয়ে শান্তিপুর গ্রাম সংলগ্ন রৌয়া হাওরে নৌকা নিয়ে পাতানো জাল তুলতে যায়। এ সময় বজ্র বৃষ্টি হচ্ছিল। আকাশ শান্ত হলে গ্রামের লোকজন দেখতে পান মানুষ ছাড়াই একটি নৌকা হাওরে ঘুরছে। গ্রামবাসী ছোট নৌকা নিয়ে হাওরের ওই নৌকার কাছে যান। এ সময় নিহতের ন্বজনরা গ্রামের লোকজনকে জানায় ভানু ও তার ছেলে জাল তুলতে গিয়েছিল। নৌকায় ভানু মিয়া ও তার পুত্রকে না পেয়ে গ্রামবাসী বড় কোনাজাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর নিহত পিতা পুত্রের লাশ পানির নীচ থেকে উদ্ধার করে। বজ্রপাতে পিতা-পুত্রের নির্মম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, বজ্রপাতের সতর্কীকরণের জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। জুমআ নামাজে সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। শোকাহত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান ও তাদেরকে প্রাথমিকভাবে নগদ ৫ হাজার টাকা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। গত ১০ জুলাই উপজেলার চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অন্তর চৌধুরী ও তার পিতা সাবিদুর চৌধুরী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।