গোলাপগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৩
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:১৪:০৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন যাত্রী। গত শুক্রবার রাত ১ টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর রোডের কানিশাইল আল ছাত্তার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার (সিলেট-থ ১৩-০৬৬৪) সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক নাজমুল ইসলাম বলে নিশ্চিত হওয়া গেছে। সে লক্ষণাবন্দ ইউনিয়নের ভাদেশ্বর করগ্রাম পশ্চিম টুলের আব্দুর রহিমের ছেলে।
আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশংকাজনক অবস্থায় ১ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের পরিচয় পাওয়া গেলেও আহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি।