কোম্পানীগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:১৬:১০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামে গভীর রাতে বজ্রপাতে ১৩ বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত এহসানুল ইসলাম পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। সে এবার জেএসসি পরীক্ষার্থী ছিল। সে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে বারোটায় নিহতের পিতা শামসুল মিয়া ও ছেলে এহসানুল ইসলাম বৃষ্টি নামার কারণে গ্রামের পশ্চিম পার্শ্বে ধান ক্ষেতের পানি ছেড়ে দেয়ার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় এহসানুল। তবে নিহতের পিতা শামসুল হক সুস্থ অবস্থায় রয়েছেন। কিশোর এহসানুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় পাড়ুয়া ঈদ্গাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।