জৈন্তাপুরে ইয়াবাসহ মহিলা আটক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:২৫:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরের অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার চাল্লাইন গ্রামের মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের বাড়িতে এ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতে টের পেয়ে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব (৩৫) পালিয়ে গেলে তার স্ত্রীর দেখানো মতে ঘরের শোকেছে থাকা তিনটি পলিথিন প্যাকেটে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে পলাতক হাবিবুর রহমান হাবিবের স্ত্রী সুহেদা বেগমকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেফতারকৃত সুহেদা বেগম এবং তাহার স্বামী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, পলাতক হাবিব কে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামী সুহেদা বেগমকে আদালতে প্রেরন করা হয়েছে।