স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:৩৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
লভীবাজার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পর এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৫), শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম গ্রামের মৃত নবু মিয়ার পুত্র।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম জানান, আলমগীর মাদক মামলার ওরেন্টভুক্ত আসামী। দীর্ঘদিন থেকে সে পালাতক ছিলো। গতকাল তাকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।