৮ দিনে বজ্রপাতে ৬ পিতা-পুত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ১:৪৩:৪৩ অপরাহ্ন
জসিম উদ্দিন, সুনামগঞ্জ ::
সুনামগঞ্জে ৮ দিনে বাজ পরে ৬ পিতা-পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। পিতা-পুত্র মৃত্যুর পর সংশ্লিষ্ট পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। এসব নিঃস্ব পরিবার এখনো পায়নি কোন সরকারি সহায়তা। বজ্রপাতে একই সাথে পিতা-পুত্র নিহত হওয়ায় আতংকিত হয়ে পড়েছেন হাওরপাড়ের মানুষ।
জানা যায়, গত ১০ জুলাই জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের ছবিদুর রহমান ও তার পুত্র অন্তর চৌধুরীকে নিয়ে চাইল্ড কেয়ার একাডেমী থেকে বাসায় আসার পথে হ্যালিপ্যাড মাঠে তারা বজ্রপাতে নিহত হন। গত ১৩ জুলাই তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের হারিদুল মিয়া ও তার পুত্র তারা মিয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন। এদিকে গতকাল শুক্রবার আবারও জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রৌয়া হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ ভানু মিয়া (৪৬) ও তার ছেলে সুমন মিয়া(১৭)। তারা ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ি হতে ছোট নৌকায় গ্রামের পাশে পাকনার হাওরের পাশে রৌয়া হাওরে মাছ ধরতে যান পিতা ও পুত্র। এ সময় বজ্রপাত হলে দু’জনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন হাওর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।