বিয়ানীবাজারে মুক্তাক্ষরের শাখা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ১২:২৫:৪৬ অপরাহ্ন
বিয়ানীবাজারে আত্মপ্রকাশ করেছে সিলেটের আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। শুক্রবার (১৯ জুলাই) বেলা আড়াইটায় পৌরশহরের নয়াগ্রাম এলাকায় আবৃত্তি সংগঠনের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন মুক্তাক্ষরের প্রধান পরিচালক বিমল কর।
ব্যবসায়ী মিহির চন্দের সভাপতিত্বে মুক্তাক্ষরের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিত্থি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল হালিম এবং বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবৃত্তি হলো অনুশীলনের দ্বারা প্রকাশের সম্পূর্ণতায় ও সুক্ষতায় পৌঁছনো এক শ্রুতিশিল্প। আমাদের অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও যথার্থ প্লাটফর্ম তৈরি না হওয়ায় আমরা তেমন একটা শেখার সুযোগ পাই না। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের বিয়ানীবাজারের নয়াগ্রাম শাখার পরিচালক জয়শ্রী চন্দ ঝুমা।
এসময় আরো উপস্থিত ছিলেন লিটল বাডস কিন্ডার গার্টেনের শিক্ষিকা লাকি চক্রবর্তী, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রান্ত দাস, সংস্কৃতিকর্মী অণির্বাণ চন্দ পল্লব, শহিদুল ইসলাম সাজু, আজিম উদ্দিন আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি