সুনামগঞ্জের সুড়িগাঁওয়ে নবদূতের শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ১২:৩৪:১৮ অপরাহ্ন
বৃহত্তর সিলেটের খ্যাতিমান সংগঠন শিক্ষা ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত নবদূত সামাজিক ফোরামের উদ্যোগে ছাতক উপজেলার সূড়িগাঁওয় আল ফুরক্বান জামেয়ায় গরীব শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও ছাতাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।শাহীন আহমদের সভাপতিত্বে ও শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতির আলোচনা পেশ করেন ফোরামের চেয়ারম্যান মাও:কে এম রফিকুজ্জামান বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফুরক্বান জেমেয়ার প্রিন্সিপাল মাও:নূর আহমদ, নবদূত সুনামগঞ্জ প্রতিনিধি ওয়েছ আহমদ, মাও:আব্দুর রক্বীব,আব্দুল আহাদ, আরিজ আলী, জুনায়েদ আহমদ,শামীম প্রমুখ। শুরুতে তেলাওয়াত করেন হাবিবুর রহমান এবং মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।