ছাতকে মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ১২:৩৫:৫১ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুরমা নদীসহ ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন বিল-হাওরে অভিযান চালিয়ে অবৈধ কোনাজাল ও কারেন্ট জাল আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। আটককৃত ৬৬হাজার মিটার জাল শনিবার বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমান এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
গনেশপুর খেয়া ঘাটে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, থানা পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।